Stories Details

Home/Stories Details

Home > Stories

স্থানীয় রাস্তাঘাটের উন্নয়ন

স্বাধীনতার পর দীর্ঘ ৩৭ বছর চলনবিল এলাকা ছিল অনুন্নত, অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত একটি জনপদ। ২০০৮ সালের পরে বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে পাল্টে গেছে চলনবিলের মানুষের জীবনযাত্রা। আমি নির্বাচিত হওয়ার পর জাতীয় সংসদে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট সিংড়াবাসীর দুর্ভোগ লাঘবে সিংড়া-বারুহাস সাবমারসিবল রাস্তা নির্মাণের দাবি রাখি। দীর্ঘ ৩৭ বছরের অবহেলিত সিংড়ার চলনবিলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সিংড়া-বারুহাস-তাড়াশ সাবমারসিবল সড়ক সিংড়াবাসীকে উপহার দিয়েছেন। সড়কটি বাস্তবায়নের ফলে চলনবিলের হাজার হাজার মানুষের দুর্ভোগ লাঘব হয়েছে। এর ফলে সিংড়ার কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসহ সকল বিষয়ে ব্যাপক উন্নয়ন হয়েছে। প্রায় ২৭৬ কি. মি. বিটুমিনাস ও ২৮ কি. মি. সাবমারসিবল রাস্তা যুক্ত হয়ে সিংড়ার যোগাযোগব্যবস্থা উন্নত করেছে।


আমি প্রতিনিয়ত চেষ্টা করছি সিংড়াবাসীর মহামূল্যবান আমানত ভোট ও ভালোবাসার মর্যাদা রক্ষা করার। চলনবিলের প্রিয় মানুষের সুবিধার জন্য সিংড়া-বারুহাস-তাড়াশ রাস্তাটি বাস্তবায়ন করেছি। শুকনায় পাও আর বর্ষায় নাও এই ছিল আমাদের পরিচয়। দেশে আমরা ছিলাম চলনবিলের কাঁদা খুঁচা মানুষ হিসেবে পরিচিত। এক সময় সেই দীর্ঘ দুর্ভোগের রাস্তা এখন চলনবিলের লাইফ লাইনে পরিণত হয়েছে। বিশ্বে এখন চলনবিল, আলোকিত একটি জনপদ। এখন মানুষ গর্বের সাথে পরিচয় দেয় আমি চলনবিলের সন্তান, আমার বাড়ি চলনবিল। আমার প্রাণের সিংড়ার মাটি ও মানুষের সেবায় আমৃত্যু নিজেকে নিয়োজিত রাখতে চাই।

Get an Appointment

I want to learn your thoughts how together we can build ICT driven Economy for a sustainable Bangladesh