Stories Details

Home/Stories Details

Home > Stories

হাজারো মানুষের দৃষ্টি ফিরে পাওয়ার গল্প

যখন শুনি সিংড়া পৌরসভার দক্ষিণ দমদমার  ৬৭ বছর বয়সী সোহরাব চাচা কিংবা ৬৫ বছর বয়সী জয়নাল মেডিকেল ক্যাম্পে চোখের ছানি অপারেশন করানোর পর তার দৃষ্টিশক্তি সম্পূর্ণ ফিরে পেয়েছেন, পুরোদমে করতে পারছেন তাঁদের সকল কার্যক্রম, তখন দারুণ এক আনন্দ অনুভব করি। তখন নিজেকে ভীষণ সৌভাগ্যবান মানুষ মনে হয়। কারণ মহান আল্লাহ তাআলা আমাকে সেই সমস্ত দৃষ্টিশক্তিহারা অসহায় মানুষদের সন্তান হয়ে ওঠার তৌফিক দান করেছেন। 


তবে এই কাজ শুরু হওয়ারও একটা গল্প আছে। আমি সপ্তাহের দুইদিন আমার প্রাণের শহর সিংড়ায় থাকি। সেখােন সিংড়াসহ দেশের বিভিন্ন স্থান থেকে জনসাধারণ আমার কাছে আসেন তাদের বিভিন্ন সমস্যা নিয়ে। তাদের মধ্যে অনেকেই আসেন বয়স্ক, ঠিক মতো চলাফেরা করতে পারেন না, ঠিক মতো চোখে দেখতে পান না। অনেকে এমনও আসেন যাদের চোখের চিকিৎসা করার আর্থিক সামর্থ্যটুকুও নেই। প্রথম দিকে ২-৪ জন চোখের ছানিপড়া রোগী আসতো আমার কাছে। পরে এই সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। তখন আমার চিন্তা আসলো একটা মেডিক্যাল ক্যাম্প করলে কেমন হয়? মেডিক্যাল ক্যাম্প করলে একসাথে অনেক মানুষের বিনামূল্যে চিকিৎসা দেয়া সম্ভব হবে।


সেই থেকেই সিংড়ায় প্রতি বছর বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পটি আয়োজন করে আসছি। এই ক্যাম্পের মাধ্যমে ২৫০০-এর অধিক মানুষের ছানি অপারেশনসহ প্রায় ১৫০০০ মানুষের চিকিৎসা দেয়া সম্ভব হয়েছে। তাদের সকলেই বর্তমানে সম্পূর্ণ সুস্থ জীবন যাপন করছেন। এই মানুষদের হাসিমুখ যখন দেখি তখন আনন্দে মন ভরে যায়। তখন জনপ্রতিনিধি হিসাবে স্বস্তির শ্বাস নিতে পারি, নিজেকে জনগণের সেবক হিসাবে আরেকটু এগিয়ে নিতে পারি।

Get an Appointment

I want to learn your thoughts how together we can build ICT driven Economy for a sustainable Bangladesh