Stories Details

Home/Stories Details

Home > Stories

পবিত্র কোরআন শরীফ উপহার দিলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা

১৮ জুন ২০২৩ রবিবার মহান জাতীয় সংসদে চলমান বাজেট অধিবেশনে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের কর্মপরিকল্পনার অংশ হিসেবে আইসিটি ডিভিশনের বাজেট প্রেজেন্টেশন উপস্থাপন করি। আমার উপস্থাপনা শেষে স্মার্ট লিডারশিপ একাডেমির কার্যক্রম সম্পর্কে অবহিত করতে এবং মূল্যবান পরামর্শ ও দিকনির্দেশনা গ্রহণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সংসদের অফিসে যাই। মাননীয় প্রধানমন্ত্রী স্বভাবসুলভ নেতৃত্ব আর বিচক্ষণতায় আমাকে এই কার্যক্রমের বিষয়ে সুনির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান করেন, ভবিষ্যতে এই কার্যক্রমকে কীভাবে এগিয়ে নিয়ে যেতে হবে সে বিষয়েও পরামর্শ দেন।


কথা বলার একপর্যায়ে নেত্রীর টেবিলে অতি সুন্দর এবং দৃষ্টিনন্দন কোরআন শরীফ আমার চোখে পড়ে। আমি কিছু না ভেবেই নেত্রীকে বলে ফেলি, বাহ্, এটা তো খুব সুন্দর! আমাকে চমকে দিয়ে প্রাণপ্রিয় নেত্রী বললেন, “আচ্ছা! তোমার যখন এতই পছন্দ! এটা তবে তুমি নিয়ে যাও তোমার জন্য উপহার!”


একজন মমতাময়ী মায়ের জন্য তার এক সন্তানকে কোরআন শরীফ দেয়ার চেয়ে দামী উপহার আর কিছুই তো নেই!


আমার পরম সৌভাগ্য যে আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর একজন সৈনিক হিসেবে তাঁরই সুযোগ্য কন্যা বাংলাদেশের আপামর মানুষের আস্থার প্রতীক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আকুণ্ঠ ভালোবাসা ও স্নেহ পেয়েছি। তাঁর কাছ থেকে পাওয়া এই কোরআন শরীফ আমাকে নিশ্চয়ই মানুষের কল্যাণে আরও নিবেদিতপ্রাণ করে তুলবে বলেই আমি বিশ্বাস করি।


মহান আল্লাহ্ রাব্বুল আলামীন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে সুস্থ দেহে দীর্ঘায়ু দান করুন। (আমিন)

Get an Appointment

I want to learn your thoughts how together we can build ICT driven Economy for a sustainable Bangladesh