Stories Details

Home/Stories Details

Home > Stories

সেতু নির্মাণ

স্বাধীনতার পর থেকে দীর্ঘদিন সিংড়ায় রাস্তাঘাট, ব্রিজ-কালভার্টসহ বিভিন্ন অবকাঠামোর তেমন কোন উন্নয়ন হয়নি। ফলে এই এলাকার মানুষের জীবনযাত্রার মানেরও কোন উন্নয়ন ঘটেনি। আমি নির্বাচিত হওয়ার পর থেকে এলাকার অবকাঠামোগত উন্নয়নের দিকে মনোযোগ দেই। আমার প্রথম লক্ষ্য ছিলো সিংড়া পৌরসভার সাথে ১২টি ইউনিয়নকে যুক্ত করা। নদী এবং বিল অধ্যুষিত হওয়ার কারণে সিংড়া পৌরসভার সাথে ১২টি ইউনিয়নের আন্তঃসংযোগ ছিলো না। তাই পুরো সিংড়াকে একটি আন্তঃযোগাযোগব্যবস্থার আওতায় আনার লক্ষ্যে আমি বেশকিছু সেতু-কালভার্ট নির্মাণ করি। তার মধ্যে উল্লেখযোগ্য শেরকোল জোর মল্লিকা সেতু, সিধাখালি সেতু, মরহুম ফয়েজ উদ্দিন আহমেদ সেতু, লালোর দুখুমিয়া সেতু, ত্রিমোহনীতে ফুনু মিয়া সেতু, চামারিতে বকুল মধু সেতু (নির্মাণাধীন), পৌরসভার শৈওলমারি সেতু, নিংগইন ঘাট সেতু (নির্মাণাধীন), মহেশচন্দ্রপুর ঘাট সেতু (নির্মাণাধীন), কলম ইউনিয়নের বলিয়াবাড়িয়া সেতু, চৌগ্রামের বরিয়াখালের সেতু।

এই সেতুগুলো নির্মাণের আগে পৌরসভার সাথে সড়ক সংযোগ ছিলো না, এখন সেটা বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। আমার প্রাণপ্রিয় সিংড়াবাসীর দীর্ঘদিনের দাবীর বেশিরভাগ পূরণ করার তৌফিক আল্লাহ্ তায়ালা আমাকে দিয়েছেন বলে নিজেকে সৌভাগ্যবান মনে করি। এভাবেই আজীবন জনগণের সেবক হিসেবে জনগণের উন্নয়নে আমি কাজ করে যেতে চাই।

Get an Appointment

I want to learn your thoughts how together we can build ICT driven Economy for a sustainable Bangladesh