Stories Details

Home/Stories Details

Home > Stories

সিংড়াতেও শতভাগ বিদ্যুতায়ন

একটা সময় ছিলো যখন সূর্যের আলো ঢলে পড়লেই সিংড়ার মানুষের আলোর উৎস ছিলো হ্যারিকেন, কুপি কিংবা হ্যাজাক। কিন্তু আজকে সিংড়ার নতুন প্রজন্মের সন্তানেরা মনে হয় হ্যাজাকবাতি চিনবেই না। এই হচ্ছে বদলে যাওয়া সিংড়ার গল্প। আজ সিংড়ার ঘরে ঘরে সংবাদ দেখার জন্য রয়েছে টেলিভিশন, বৈদ্যুতিক ফ্যান, ফ্রিজসহ আধুনিক সরঞ্জাম। কিন্তু এই বদল কীভাবে এলো?


মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী দেশে শতভাগ বিদ্যুতায়ন করার লক্ষ্যে সিংড়ায় গ্রহণ করি নানা উদ্যোগ। পূর্বে সিংড়াতে ১০ এমভি ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ উপকেন্দ্র ছিলো। আমি নির্বাচিত হওয়ার পর জামতলীতে ১৫ এমভিএ এবং খেজুরতলায় ১০ এমভিএ উপকেন্দ্র নির্মাণের মাধ্যমে সিংড়ার বিদ্যুৎশক্তির সক্ষমতা ২৫ এমভিতে উন্নীত করি। 


বিদ্যুৎ উপকেন্দ্রগুলো নির্মাণের ফলে সিংড়াবাসীর দীর্ঘদিনের বিদ্যুতের দুর্ভোগ হ্রাস করা সম্ভব হয়েছে। সেইসাথে ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত এক লক্ষ দশ হাজার পরিবারে নতুন করে বিদ্যুৎ সংযোগের আওতায় এসেছে। এর ফলে আমার প্রিয় সিংড়াবাসীর সার্বিক জীবনমান আরও উন্নত হয়েছে।

Get an Appointment

I want to learn your thoughts how together we can build ICT driven Economy for a sustainable Bangladesh