Stories Details

Home/Stories Details

Home > Stories

একজন সাজেদা খাতুন ও একটি নিজের ঘর

আপনাদের অনেকেরই বোধয় সাজেদা খাতুনের কথা মনে আছে। টেলিভিশনের এক সংবাদ প্রতিবেদনের মাধ্যমে আমি প্রথম তার অসহায় জীবনের কথা জানতে পারি। পরে খোঁজ নিয়ে আমি তার কাছে যাই। যাওয়ার পর তার মুখে শুনি তার জীবনের কথা। সেটা শুনে সেদিন তাকে একটি কথাই বলেছিলাম, আমি আপনার ছেলের মতো। আজ থেকে আপনার সকল দায়িত্ব আমার।


সম্প্রতি সাজেদা খাতুন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহারের বাড়ি বুঝে পেয়েছেন। তার এই প্রাপ্তি, তার স্বচ্ছল জীবনে ফিরে আসা আমাকে ভীষণভাবে আনন্দ দেয়।


আজকে সাজেদা খাতুনের একটা নিজের ঘর আছে। তার মতো হাজারো ঘরহীন মানুষের আশ্রয় হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আশ্রয়ণ প্রকল্পের কারণে।


মাননীয় প্রধানমন্ত্রীর সাহসী উদ্যোগের কারণে সাজেদা খাতুনসহ সারাদেশের লাখো পরিবারের মতো সিংড়া উপজেলার প্রায় গৃহহীন ১৯৯৩টি পরিবার পেয়েছেন নিজেদের একান্ত ঠিকানা, পেয়েছেন মাথা গোঁজার ঠাঁই।

সাজেদা খাতুনের মত হাজারো মানুষের অধিকার প্রাপ্তির মাধ্যমেই আমরা এগিয়ে চলেছি স্মার্ট বাংলাদেশ বির্নিমাণের পথে। তাদের হাসিমাখা মুখের ছবিতে প্রতীয়মান হয়ে উঠছে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা।

Get an Appointment

I want to learn your thoughts how together we can build ICT driven Economy for a sustainable Bangladesh